শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩৭১.৩৩ কিলোমিটার নতুন রেলপথ নির্মিত হয়েছে : রেলপথ মন্ত্রী

২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৩৭১.৩৩ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ ও ১১৫২.৪৮ কিলোমিটার রেলপথ পূনর্বাসন করা হয়েছে।

আজ সংসদে বিএনপির সদস্য মো. জাহিদুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গঠনের পর ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৬১৬ কোটি ৩৭ লাখ ব্যয়ে ৮১টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৭৭টি প্রকল্প সমাপ্ত হয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হওয়ায় রেলপথের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে।

তিনি জানান, বর্তমানে বিদ্যমান রেল রুটের পরিমান ২৯৫৫.৫৩ কিলোমিটার। এরমধ্যে মিটারগেজ রেলপথের পরিমান ১৮৪৬.০৯ কিলোমিটার, ব্রডগেজ রেলপথের পরিমান ৬৭৬.৬৬ কিলোমিটার এবং ডুয়েলগেজ রেলপথের পরিমান ৪৩২.৭৮ কিলোমিটার।

তিনি জানান, ২০১৯-২০২০ অর্থবছরের এডিপিতে বাংলাদেশ রেলওয়েতে ৩৩টি বিনিয়োগ প্রকল্প এবং ৩টি কারিগরি সহায়তা প্রকল্প অর্থাৎ মোট ৩৬টি উন্নয়ন প্রকল্প অন্তর্ভূক্ত রয়েছে।

Spread the love