শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৩৮ টাকা দরে ৮ লাখ টন বোরো চাল সংগ্রহ করবে সরকার

সরকারি খাদ্যশস্যের মজুদ গড়ে তুলতে বোরো থেকেই সবচেয়ে বেশি পরিমাণ ধান ও চাল সংগ্রহ করা হয়। চলতি মৌসুমে সারা দেশ থেকে প্রতি কেজি ৩৮ টাকা দরে আট লাখ মেট্রিক টন বোরো ধানের চাল সংগ্রহ করবে সরকার। আগামী ২ মে থেকে শুরু করে ৩১ আগস্ট পর্যন্ত চলবে চাল সংগ্রহের কার্যক্রম।

রোববার (৮ এপ্রিল) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, এবছর চালে ৩৮ টাকা দরে ৮ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ও ৩৭ টাকা দরে ১ লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে।

সরকার গত বছর বোরোতে ৭ লাখ টন ধান ও ৮ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। চালের সংগ্রহ মূল্য ছিল ৩৪ ও ধানের ২৪ টাকা। সে হিসাবে এবছর চালে প্রতিকেজিতে দাম বেড়েছে ৪ টাকা ও ধানে দাম বেড়েছে ২ টাকা।

এর আগে গেল বোরোর প্রতিকেজি ধানের উৎপাদন ব্যয় নির্ধারণ করা হয় ২৪ আর চালের ৩৬ টাকা। গত বছর এ ব্যয় ছিল ধানে ২২ ও চালে ৩১ টাকা।

খাদ্যমন্ত্রী জানান, এবছর সরকারের ১২ লাখ ৯৭ হাজার ৮৪৭ টন খাদ্য মজুদ আছে। যা গেল ২০ বছরের ইতিহাসে সবচে বেশি।

গত বছর এক কোটি ৮০ লাখ ১৩ হাজার টন বোরো চাল উৎপাদিত হয়েছিল। এবছর বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে এক কোটি ৯০ লাখ টন।

অন্যদিকে তুলনামুলক এবছর গমের উৎপাদন কম হওয়ায় অভ্যন্তরীণ বাজার থেকে গম সংগ্রহ করা হবে না বলেও জানান খাদ্যমন্ত্রী।

খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ কমিটির সদস্যবৃন্দ এবং খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Spread the love