শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৪০ বিজিবি কর্তৃক ফেন্সিডিলসহ মোটর সাইকেল ও অন্যান্য মালামাল আটক

দিনাজপুর প্রতিনিধি: গত ৩১ জানুয়ারি ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নায়েব সুবেদার মোঃ শাহাজুল ইসলামের নেতৃত্ত্বে টহল দল বিরামপুর থানাস্থ মির্জাপুর নামক স্থানে এবং ১ ফেব্রুয়ারি হাবিলদার মোঃ বেলায়েত হোসেন এর নেতৃত্ত্বে  বিরামপুরস্থ বেগম মোড় নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে ওৎ পেতে থাকে। পূর্বের দেয়া তথ্যানুযায়ী সীমান্ত এলাকা দিয়ে দুই স্থানেই ২জন লোককে ২টি মোটর সাইকেলযোগে আসতে দেখে চ্যালেঞ্জ করলে তারা টহল দলের আবস্থান টের পেয়ে মোটর সাইকেল ফেলে পলিয়ে যায়। টহল দল মির্জাপুর নামকস্থান হতে ১৫ বোতল ফেন্সিডিল সহ ০১টি মোটর সাইকেল এবং বেগমমোড় নামক স্থান হতে  ২৫ বোতল ফেন্সিডিল সহ ০১টি মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়।

এছাড়াও ৩১ জানুয়ারি হাবিলদার মোঃ মনিরুজ্জামানের নেতৃত্ত্বে একটি টহল দল ফুলবাড়ী থানাস্থহ লক্ষীপুর নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন ৩,০০০ টি বিভিন্ন প্রকার ইঞ্জেকশন, ৮,২০০ টি বিভিন্ন প্রকার ট্যাবলেট/ক্যাপসুল এবং ৭২০ টি বউটুপি আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যসহ মোটর সাইকেল  এবং অন্যান্য মালামালের আনুমানিক সিজার মুল্য ৯ লক্ষ ৭ হাজার ৫শত টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ ধ্বংসের নিমিত্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পার্বতীপুর এর অবগতি সাপেক্ষে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নে রাখা হয়েছে এবং মোটর সাইকেল ২ টি ও অন্যান্য মালামালসমূহ সিজারের মাধ্যমে দিনাজপুর শুল্ক অফিসে জমা করা হয়েছে।

Spread the love