শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৪০ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক

দিনাজপুর প্রতিনিধি: গত ৬ মার্চ হতে ৭ মার্চ সকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হাবিলদার মোঃ তায়েজ উদ্দিন, হাবিলদার মোঃ সাইফুদ্দিন, হাবিলদার মোঃ শহিদুল ইসলাম এবং হাবিলদার রবিউল ইসলাম এর নেতৃত্বে বিজিবি সদস্যগন ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশন এবং বিরামপুর থানাস্থ মিরপুর, করমজি, মির্জাপুর এবং মাধবপাড়া নামক স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫০ বোতল ফেন্সিডিল, ১৯২৮ টি সেনেগ্রা ট্যাবলেট, ০২ টি মোটর সাইকেল, ০৩ টি বাই সাইকেল, ৬৪ কেজি জিরা, ৮৭ টি শার্ট পিচ, ১৩৭ প্যাকেট বিস্কুট, ৩৪৩ টি চকলেট, ১১৬ টি শাড়ী, ৪২০ টি বিভিন্ন প্রকার প্রসাধনী, ২৮ টি প্যান্ট পিচ, ১১ প্যাকেট কমপে­ন দুধ এবং ০৬ প্যাকেট সনপাপড়ী আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মুল্য ১৪,০০,০০৩/- টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ ধ্বংসের নিমিত্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পার্বতীপুর এর অবগতি সাপেক্ষে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে এবং অন্যান্য মালামাল সিজারের মাধ্যমে দিনাজপুর কাস্টম্স অফিসে জমা করা  হয়েছে।

Spread the love