বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক, দিনাজপুর ॥ দিনাজপুরের বিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সংশ্লিষ্ট আইন ও নীতিমালা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিরামপুর উপজেলার একটি মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র আয়োজনে এবং ক্রিয়েটিং স্পেসেস প্রকল্পের আওতায় উক্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার রায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার রায় বলেন, বাল্যবিয়ের আইন ও নীতিমালা বাস্তবায়নে এলাকায় সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। কারা বাল্য বিবাহ দিচ্ছে তাদের চিহ্নিত করতে হবে। আইনের আওতায় নিতে হবে তাদের। এজন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে। সামাজিক উন্নয়নে নারীর অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মসূচি প্রত্যেকের কাজের সাথে অন্তর্ভুক্ত করতে হবে।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী, ইউপি সদস্য আরজু হান্না, আলতা বানু, কেটরা হাট কলেজের প্রভাষক মহব্বত হোসেন।

এছাড়া কর্মশালায় উপজেলার সাংবাদিক, ঈমাম, আইনজীবি, কাজীসহ ৪টি ইউনিয়নের কমিউনিটি ও ইয়ুথ দলের নারী পুরুষ অংশগ্রহণ করে।

কর্মশালায় প্রকল্প সমন্বয়কারী রওনক আরা হক এর সঞ্চালনায় সার্বিক সহায়তায় ছিলেন প্রজেক্ট কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম সুজন।

Spread the love