শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৫ জানুয়ারি গণতন্ত্রকে হত্যা করে বাকশাল প্রতিষ্ঠার চেষ্টা চলছে-খালেদা জিয়া

শনিবার রাKhaladaত সোয়া ৯টায় বিএনপির গুলশানের কার্যালয়ে কাজী জাফরের নেতৃত্বে জাতীয় পার্টির একাংশের বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোটে যোগদান উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া  বলেন, ৫ জানুয়ারি গণতন্ত্রকে হত্যা করে বাকশাল প্রতিষ্ঠার চেষ্টা চলছে। আওয়ামী লীগ নেতারা হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেছে। আমরা ‘৭১ থেকে ’৭৫ পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসন দেখেছি। দেশে দুর্ভিক্ষ থাকলেও আওয়ামী লীগ নেতারা ছিলেন অর্থনৈতিকভাবে সবল। আওয়ামী লীগ হচ্ছে লুটপাটের দল। এরা গণতন্ত্র, মানবাধিকারে বিশ্বাস করে না। অর্থবিত্তের প্রতি তাদের একমাত্র লোভ। আমরা বিগত ১০ম জাতীয় নির্বাচনের হলফনামায় তা দেখেছি।
বেগম খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ এমন একটি দল, কয়লা ধুলে যেমন ময়লা যায় না। আওয়ামী লীগের অবস্থাও তাই। কখনোই আওয়ামী লীগের চরিত্রের পরিবর্তন হবে না। দেশের মানুষ আওয়ামী লীগকে বিশ্বাস করে না। আমরা বলেছি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তা নাহলে সে নির্বাচন সুষ্ঠু হবে না। কিন্তু তারা তা শুনেনি। বিভিন্ন পত্রিকায় তাদের বিরুদ্ধে জনমত জরিপ প্রকাশ হয়েছে। ওই জরিপ দেখে তারা ভয় পেয়েছে। নিশ্চিত পরাজয় জেনে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে এরা একদলীয় নির্বাচন করেছে।

Spread the love