শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের স্মারকলিপি

দিনাজপুর প্রতিনিধি : ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সকল প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণ করেছিলেন কিন্তু প্রধান শিক্ষক পদ শুন্য রেখে সিনিয়ারিটি ভিত্তিতে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিয়েছিলেন। বর্তমান জাতীয়করণ কৃত বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত শিক্ষকগণকে স্বপদে বহাল রাখা হয়েছে। ফলে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকগনের জন্য সৃষ্টি হয়েছে নতুন বিড়ম্বনা। কারণ নব্যজাতীয়করণকৃত বিদ্যালয়ে কর্মরত জুনিয়র ও কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন শিক্ষকগণ বিনা গ্রেডেশনে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেয়েছে। জাতীয় করনের পর সরকারের অদুর দর্শীতার ফলে স্বপদে বহাল থাকার জুনিয়র হয়েও সরকারী বিদ্যালয়ের সিনিয়র সহ শিক্ষকদের টপকিয়ে প্রধান শিক্ষক হয়েছে। নব্য সরকারী বিদ্যালয়ের শিক্ষকগণ বদলী হয়ে সরকারী বিদ্যালয়ে গেলে সরকারী বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষকদের তাদের অধিনে চাকুরী করা অমার্যাদাকর হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ দিনাজপুর জেলা শাখা দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে ৫ দফা দাবী আদয়ের লক্ষ্যে এক মানববন্ধনে কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।

এছাড়া মানববন্ধনে বক্তব্য রাখেন সভাপতি জুলফিকার আলী, শিক্ষক মাজিদুর রহমান, ফরিদ আহমেদ, রাশেদুজ্জামান, নির্মলা বসাক, শফিকুল, শাহীন বাবু, রুহুল আমিন, মোমিনুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে জেলা আহমেদ শামীম আল রাজীর হাতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।

৫ দফা দাবীগুলোর নিম্নরূপ ১। সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রশিক্ষনপ্রাপ্ত সহকারী শিক্ষকদের প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের একধাপ নীচের বেতন স্কেল প্রদান করতে হবে। (১২ তম গ্রেড) ২। সদ্য জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষককে সহকারি শিক্ষক হিসেবে পদায়ন করে সিনিয়রিটির ভিত্তিতে পদোন্নতি দিতে হবে। (০১/০৭/১৯৭৩ ও ১৫/১১/১৯৮৬ সালে আত্মীকরণ নীতিমালা অনুসারে) ৩। প্রধান শিক্ষক শূন্যপদে ১০০% পদোন্নতি দিতে হবে। সহকারি শিক্ষক পদকে ত্রন্টিপদ ধরে যোগ্যতা অনুসারে পরিচালক পর্যন্ত শূন্য পদে পদোন্নতি দিতে হবে। ৪। যেহেতু প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের নিয়োগ বিধিতে শিক্ষাগড় যোগ্যতা একও অভিন্ন বিধায় উভয়পদ একই শ্রেণীভুক্ত করতে হবে। ৫। সকারি শিক্ষকদের বেতন পূনঃনির্ধারন না করা পর্যন্ত ০৯/০৩/১৪ তারিখে ঘোষিত আপগ্রেড স্কেল বাস্তবায়ন স্থগিত রাখতে হবে।

 

Spread the love