শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৬৪ টাকার ঔষধ ২০০ টাকায় বিক্রি,ব্যবসায়ীর জরিমানা

বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ ৬৪ টাকার ঔষধ ২০০ টাকায় বিক্রয় করার অভিযোগে জাতীয় ভোক্তাঅধিকার  সংরক্ষণ আইনে দিনাজপুরের বিরামপুর শহরের মা ফার্মেসি নামে একটি ঔষধ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে শহরের রেলগেট বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম এই জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, বিরামপুর শহরের মা ফার্মেসি নামে একটি ঔষধ ব্যবসায়ী প্রতিষ্ঠানে ষধংরী-৪০ নামে একটি ঔষধের দাম ৬৪ টাকা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানটি ভোক্তাদের কাছে ২০০ টাকা বিক্রিয় করছিল। এছাড়াও ওই দোকানে ইবনে সিনা কোম্পানির ঔষধ টেম্পারিং করে বিক্রয় করছিল। এমন অপরাধে  ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ওই ব্যবসা প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমান করা হয়।

Spread the love