শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৬ কোটি ২ লাখ টাকা বরাদ্দে ব্রিজ নিমার্ণের টেন্ডার সম্পন্ন

নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর)ঃদিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা বাসীর প্রানের দাবী উপজেলা সদরে করতোয়া নদীতে ৬ কোটি ২ লাখ টাকা বরাদ্দে ব্রীজ নির্মাণের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম জানান মের্সাস রেজভী কনস্ট্রাকশন ময়মনসিংহ এর ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ কাজটি পেয়েছে। দেশ স্বাধীনের ৪৮ বছর পর আওয়ামীলীগ সরকারের আমলে ব্রীজটি দ্বিতীয়বার সম্প্রসারণ সহ নতুন করে করতোয়া নদীতে ব্রীজটি নির্মিত হবে। এ বিষয়ে দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক জানান আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার । প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই উপজেলা সদরে করতোয়া নদীতে ব্রীজটি নির্মীত হচ্ছে। ব্রীজটি নির্মাণ হলে কাঁচদহ করতোয়া নদীতে ড. ওয়াজেদ মিয়া সেতু হয়ে রংপুর বিভাগের সাথে নবাবগঞ্জ ,বিরামপুর সহ গোটা দিনাজপুরের যোগাযোগ ব্যবস্থার প্রসার ঘটবে। উল্লেখ্য দেশ স্বাধীনের পরে ব্রীজটি ঝুকিপূর্ণ হয়ে পড়ে। এ অবস্থায় সংসদ সদস্য শিবলী সাদিকের বিশেষ ব্যবস্থায় বেইলী সেতু নির্মাণ হলে পারাপার হচ্ছে জনসাধারণ ।

Spread the love