বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৯৩ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে: শেখ হাসিনা

বাজেট যথাযথভাবে প্রণয়ন ও বাস্তবায়ন হয়েছে বলেই বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সংসদে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৭ জুন) দুপুরে জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় তিনি একথা বলেন।

ব্যাংকে যথেষ্ট পরিমাণ অর্থ আছে জানিয়ে, ব্যাংক লুটকারীরা এখন দুর্নীতি মামলায় কারাগারে রয়েছে বলেও জানান তিনি। এসময় বাজেট নিয়ে অযথা সমালোচনা না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাজেট দেই সেটা যদি বাস্তাবায়ন করতে না পারি। মাত্র ৬১ হাজার কোটির বাজেট পেয়েছিলাম ২০০৮ সালে। আজ সেখানে আমরা ৫ লাখ কোটির টাকার ওপরে বাজেট চলে গেছে। এটা তাহলে আমরা কীভাবে করলাম।

তিনি আরো বলেন, অনেকে বিদ্যুৎ নিয়ে কথা বলেছেন। যদি বিদ্যুৎ যদি এত উৎপাদন হয়, তাহলে সঞ্চারন হয় না কেন। মনে রাখেন, যেখানে যে রকমের চাহিদা সেভাবে দেওয়া হয়। আজকে ৯৩ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে।

ব্যাংকে টাকা নেই একথা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ব্যাংকে অবশ্যই টাকা আছে। লুটে খাওয়ার টাকা নেই। আর যারা টাকা নিয়ে চলে গেছে তাদেরকে আমরা চিনি। সময়মতো তাদের পরিচয় জানা প্রকাশ করা হবে। আমরা যদি কাজ না করি, তাহলে দারিদ্রের হার ৪০ ভাগ থেকে ২১ ভাগে নেমে আসতো না।

Spread the love