শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাবার মৃত্যুবার্ষিকী স্মরনে
(বাবা-মোঃ আজিজুর রহমান
এ্যাড্ঃ সাবেক এম, এন,এ)

জাকিয়া তাবাস্সুম জুঁই

এক দুই করে
কেটে গেল বছর
এক দুই করে কেটে গেল যুগ
তুমি- আমি সেই কবে থেকে
ফেনিল- বুদ বুদের মত
অজশ্র কথা – ফিশ ফিশ করে
তবু-
কোন কথা শেষ হলো না এখনো
কোন কথা -জানা হলোনা এখনো
কেমন করে ‘৫২’ হলো ?
কেমন করে ‘৭১’ এলো !
কেমন করে-বিজয় এলো
তা আমার দেখা হবেনা কখনো!
আমি গল্পের মাঝে
গল্প খুঁজি- আমার বাবার গল্প শুনি
“কেমন ছিলো- বঙ্গবন্ধু বাবা?
কি কথা বলতে-বঙ্গবন্ধু আর তুমি মিলে
ইসলামিয়া কলেজে যখন-পড়তে দুজনে?”
বলনা তুমি আমায় এখনো!
বাবা নেই, চলে গেছে-
তবু- বাবা যেন বলছে আমায়
অনেক কথা এখনো !

লজ্জা
জাকিয়া তাবাস্সুম জুঁই

কলম ছোঁয়ালেই কান্না
কলম ছোঁয়ালেই আর্তনাদ
কলম ছোঁয়ালেই রক্ত
কি ভিষন রক্তাক্ত জমাট
বিন্দু বিন্দু রক্ত চুয়ে চুয়ে-
পদ্মা, মেঘনা, যমুনার বুক চীরে
পুরো বঙ্গোপসাগর-
রক্তে রাঙ্গা লাল!
বঙ্গোপসাগরের ফেনীল রক্তাক্ত ঢেউ
পুরো বিশ্ব হতবাক!
লজ্জায় নত পুরো বাঙ্গালী জাতি!
রক্তে রাঙ্গা ‘৩২’ নাম্বারের সিঁড়ি
উহ্ কি ভিষন-নিষ্ঠুর নির্লজ্জ নির্মমতা!

রক্ত গোলাপ (গান)

জাকিয়া তাবাস্সুম জুঁই

এক রক্ত গোলাপ
ফোটাতে গিয়ে
দিলো কত প্রাণ,
পেলাম আমরা পেলাম
স্বাধীনতা পেলাম,
স্বাধীনতার জন্যে আমরা
আমার মাকে কাঁদালাম ।।
কলম ফেলে অস্ত্র নিলো
লাখো দামাল ভাই
স্বাধীনতা আনবো বলে
ফিরে আসে নাই,
স্বাধীনতার জন্যে আমরা
আমর ভাইকে হারালাম।।
লজ্জা ফেলে অস্ত্র নিলো
লাখো দামাল বোন
স^াধীনতা আনবো মাগো
মাগো তুাই শোন,
স্বাধীনতার জন্যে আমরা
আমার বোনকে হারালাম।।
 

তুমি শুধু আমার

জাকিয়া তাবাস্সুম জুঁই

দুঃখ দিতে চাও-দিতে পারো
কষ্ট দিতে চাও-দিতে পারো
চলে যেতে চাও-যেতে পরো
তবু যেনো-
তুমি আমার- আমার- আমার!
যদি বিশ্বাস না হয়-
তবে- চাঁদকে প্রশ্ন করো !
যদি বিশ্বাস না হয়-
সূর্যের কাছে যেনে নিও!
যদি বিশ্বাস না হয়-
রংধনুর মাঝে-
তোমায় দেখে নিও!
তুমি চলে যাবে,
সবাই একদিন-
চলে যাবে বলে !
তবু-ঝড়া পাতায়
একবিন্দু শিশির-
কোন মেঘের উড়োচিঠি-
তোমাকে মনে করিয়ে দেবে-
আমি শুধু- তোমার অব্যক্ত অনুভূতি
তুমি কখনো নও- অন্য কোন কারো !

দৃষ্টি

জাকিয়া তাবাস্সুম জুঁই

সকল তারা একা-একা
তবু অকারন
জোছনার ব্যকুলতা!
শুন্যতার মাঝে পূর্ন হাসি
প্রতিটি জ্বল-জ্বলে নক্ষত্রের!
কিভাবে বুঝবে-নিঃশপ্রভ গ্রহ
সেজে অন্ধকারে নিমজ্জিত!
তোমার আকাশে-
আমি হয়তো উল্কা
আমার আকাশে-
তুমি হয়তো- নক্ষত্র!
তবু-তোমার আমার
দুটো আকাশ
এক বিষুবরেখায় দ্বিখন্ডিত!
তুমি কি জানো-
তোমাতে হয় ঝড়
আমি বয়ে চলা নদী
তোমাতে হয় ঘন মেঘ
আমি শরতের অনাসৃষ্টি!
তুমি আমি দুজনেই অবাক –
অবাক তোমার অনুভবের দৃষ্টি!

কষ্ট

জাকিয়া তাবাস্সুম জুঁই

যখন ইচ্ছে হয় দেখতে তোমায়
তখন দেখি- কবিতায়!
যখন ইচ্ছে হয় খুঁজতে তোমায়
তখন খুঁজি আকাশের তারায়!
যখন আনন্দগুলো পেতে ইচ্ছে হয়
তখন বাতাসের মাঝে হারিয়ে যাই!
তুমি আসো বৃষ্টি হয়ে
তুমি থাকো রোদ্র হয়ে
তুমি ভাসিয়ে নিয়ে যাও
আল্তো অনুরাগে!
আমি তোমাতে
তুমি আমাতে
একাকার হয়ে যায়-
নিঝুম কোন- নির্জন দ্বিপে!
তোমার শৈবাল ভালোবাসা
আমার বুকে-
গাঢ় সবুজ হয়ে
কষ্টের অনুভব জাগায়!

বার্তা প্রেরক ঃ
জাকিয়া তাবাস্সুম জুঁই
বি.কম, এল.এল.বি
মোবা ঃ ০১৭৩১৭৩৩৪৯০

Spread the love