শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে গৃহবধূ সুমী’র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহস্যজনক মৃত্যু

মো. মাহাবুর আংগুর, বীরগঞ্জ : দিনাজপুরের বীরগঞ্জে সুমি আক্তার (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টায় বীরগঞ্জ থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নবুশাহ পাড়ার বাসিন্দা ( সার ব্যবসায়ী) আব্দুল কুদ্দুছের ২য় মেয়ে সুমীর সঙ্গে ৫ বছর আগে বিয়ে হয় বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের ২নং ওয়ার্ডের খড়িকাদাম এলাকার বাসিন্দা খালেদের ছেলে ফিরোজ। সুমী ও ফিরোজ দম্পতির সংসারে ৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।সোমবার রাত ৮ টায় ফিরোজ তার শশুর আব্দুল কুদ্দুস কে ফোন করে জানায়, সুমী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছে। পরিবারের সদস্যরা ছুটে এসে দেখে, ঘরের বিদ্যুতায়িত টিনের বেড়া স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমীর লাশ মেঝেতে পড়ে আছে । তবে মৃত সুমীর হাত ঝলসে যাওয়া ও গোলায় আঙ্গুলের ছাপ দেখতে পায় স্বজনরা।খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।এ ব্যাপারে মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, টিনের ঘর থেকে বিদ্যুৎ সংযোগে নতুন বাড়িতে মটার বসিয়ে পানি দেন স্বামী- স্ত্রী । বিদ্যুৎ সংযোগ তার ছিদ্র হয়ে পুরো টিনের বেড়া বিদ্যুতায়িত হয় এবং গৃহবধূ স্পর্শ করায় তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। এর আগে মৃতের শাশুড়ী একই ভাবে বিদ্যুতায়িত হোন তারপরও আবার নতুন করে সুমীর বেলায় একই ঘটনা ঘটার কারণ জানতে চাইলে প্রতিবেদকের প্রশ্নের জবাবে ইউপি চেয়ারম্যান বলেন, বিষয়টা তো একটু রহস্যজনক মানুষ ভাববেই কারণ একটি ঘটনার পুনরাবৃত্তি তো সন্দেহের চোখেই মানুষ দেখবে। তবে ময়নাতদন্তে বেরিয়ে আসবে প্রকৃত ঘটনা। বীরগঞ্জ থানার ওসি মতিন প্রধান বলেন, আমরা সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাচ্ছি। ময়নাতদন্তে বেরিয়ে আসবে প্রকৃত ঘটনা।

Spread the love