বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশিষ্ট কবি নিরঞ্জন হীরা’র এক পুঁটলি ছড়া বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের বিশিষ্ট কবি নিরঞ্জন হীরার এক পুঁটলি ছড়া বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

দিনাজপুর প্রেসক্লাবে সাহিত্য ও পাঠাগার বিভাগের আয়োজনে এক পুঁটলি ছড়া বইয়ের উপর আলোচনা করেন বিশিষ্ট কবি এ্যাড. জাকিয়া তাবাস্সুম জুঁই এমপি, ড. মাসুদুল হক, জলিল আহম্মেদ, জবায়ের আলী জুয়েল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু। সঞ্চালকের দায়িত্ব্ পালন করেন বিশিষ্ট কবি কমল কুজুর। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু। আলোচকরা বলেন বাংলা সাহিত্যের একটি অন্যতম অংশ হলো ছড়া। ছাড়াকার তার ছড়ার শব্দে ছন্দের দারুন খেলায় বিমহিত করেন পাঠক হৃদয়। ছড়ার বইটি টাঙ্গন এর প্রকাশনায় ৪৮টি ছড়া স্থান পেয়েছে। ছাড়াকার বইটি জন্ম দাতা বাবা ও গর্বধারীনি মাকে উৎসর্গ করেছেন। নিরঞ্জন হীরা বলেন, আমার ছড়ায় কমরেড গুরুদাস, একুশ, কবিতা দিবস, কবি দিলরুবা মিজুকে নিয়ে যে ছড়া লেখা হয়েছে তা পাঠকের মন জয় করতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। ছড়া মানে শিশুদের বিনোদনের শুধু বই নয়, আমি তা প্রমাণ করতে পেরেছি এক পুঁটলি ছড়া বইয়ের প্রকাশের মাধ্যমে।

Spread the love