বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

অগ্রনী ব্যাংক লিমিটেড দিনাজপুর অঞ্চলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : অগ্রনী ব্যাংক লিমিটেড দিনাজপুর অঞ্চলের পক্ষ থেকে শীতার্তদের মাঝে প্রায় ১হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়।

১৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকাল ৩টায় দিনাজপুর অগ্রনী ব্যাংক লিমিটেড মালদহপট্টি শাখার ২য় তলায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রনী ব্যাংক লিমিটেড দিনাজপুর অঞ্চলের সহকারী মহা ব্যবস্থাপক মোঃ আব্দুল্লাহ-আল- মোজতাহেদ।

বিশেষ অতিথি ছিলেন পাইওনিয়ার ইন্সুরেন্স্য কোং লিঃ দিনাজপুরের জি.এম একে এম রাসেদুর সাজ্জাদ (কাজল), অগ্রনী ব্যাংক লিমিটেড মালদহপট্টি শাখার ব্যবস্থাপক মোঃ মকবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রজত কুমার বসাক, অগ্রনী ব্যাংক কর্মচারী সমিতি ও অগ্রনী ব্যাংক সিবিএ এর নেতৃবৃন্দ ।