রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

অটোয়ারীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক ছাত্রের মৃত্যু

অটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মানিক চন্দ্র ঘোষ (১৭) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল ৫টার সময় জেলার আটোয়ারী উপজেলায় এ দূর্ঘটনাটি ঘটে। সে আটোয়ারী উপজেলার মির্জা গোলাম হাফেজ ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানিক চন্দ্র ঘোষ তার পিতার আবাদকৃত কৃষি জমিতে পানি দেওয়ার জন্য সেচপাম্পের বিদ্যুৎ সংযোগের সুইচ দিতে গেলে তার ছিড়ে শরিরে পড়ে ঘটনা স্থলে সে মৃত্যুবরণ করে। সে উপজেলার রাধানগড় ইউনিয়নের ঘোষপাড়া বড়ধাপ গ্রামের কালিমোহন চন্দ্র ঘোষের পুত্র।

রাধানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। আমরা খবর পেয়ে ঘটনা স্থলে দ্রুত ছুটে যাই।