শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

অতিরিক্ত ভাড়া দিয়েও মিলছেনা বাস ও ট্রেনের টিকেট ফুলবাড়ীতে কর্মক্ষেত্রে ফেরা মানুষের বিড়ম্বনা

Trian Picদিনাজপুর প্রতিনিধি : ঈদের ছুটি শেষ হতে না হতে কর্মক্ষেত্রে ফিরা মানুষের বিড়ম্বনা আবারো শুরু হয়েছে। গতকাল শনিবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বাস ও রেলওয়ে স্টেশনে ঘুরে দেখাগেছে, এই সকল কর্মজীবি মানুষের বিড়ম্বনা।

যাত্রীদের নিকট জানা গেছে র্নিদ্ধারীত মূল্যের ডেড়-দুই গুন ভাড়া দিয়েও কোন টিকেট মিলছে না, এজন্য তারা জীবনের ঝুঁকিনিয়ে টেন ও বাসের ছাদে চড়েই পাড়ী জামাচ্ছে ৩/৪ শ কিলো মিটার পথ।

ঢাকা কোচ হানিফ এন্টার প্রাইজের ফুলবাড়ী কাউন্টার ম্যানেজার আজিজার রহমান জানায় প্রতিদিনে এই পথ দিয়ে ২৫ কোচ যাতায়াত করে ২৫টি কোচে ২শ যাত্রীকে আমরা টিকেট দিতে পারি কিন্তু ঈদের ছুটি হওয়ায় এখন প্রতিদিনে ৫শ টিকেট চাহিদা হয়ে দাড়িয়েছে এজন্য সব যাত্রীদের টিকেট দেয়া সম্ভাব হচ্ছে না। একই কথা বলেন অন্যান্য কোচ কাউন্টারের টিকেট ম্যানেজারেরা। এদিকে ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশন দিয়ে ৩টি ঢাকাগামী আন্তঃনগর ট্রেন যাতায়াত করে। ৩টি ট্রেনে ১২৫টি টিকেট ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশনের জন্য বরাদ্দ রয়েছে। এর সঙ্গে ঈদ ও পূজাকে সামনে রেখে একটি বিশেষ ট্রেন যাতায়াত করছে। সেই ট্রেনের মাত্র ৩০টি টিকেট ফুলবাড়ী ষ্টেশনের বরাদ্দ রয়েছে। ষ্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানায় ঈদ ও পূজার ছুটি এক সঙ্গে হওয়ায় এই ষ্টেশনে প্রতিদিনে ৫ শতাধীক যাত্রী এসে ভির জমাচ্ছে। এ কারণে ষ্টেশনে টিকেটের সংকট দেখা দিয়েছে।

অপর দিকে বাস ও ট্রেন যাত্রীরা অভিযোগ করে বলেন ট্রেনের ডিজিটাল সিস্টেম হওয়ায় টিকেট মাস্টাররা আগে থেকেয় কম্পিউটারের প্রিন্ট দিয়ে কাল বাজারিদের হাতে দিয়ে দিচ্ছে। এ জন্য ষ্টেশনের টিকেট কাউন্টারে টিকেট পাওয়া না গেলেও পার্শ্ববর্তী চায়ের দোকানের অতিরিক্ত টাকায় টিকেট পাওয়া যাচ্ছে।

উলে­খ্য দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলাটি যাতায়াতের জন্য একটি কেন্দ্রীয় স্থল। এখান থেকে ট্রেন যোগে যাতায়াত করে ফুলবাড়ী উপজেলাসহ পার্শ্ববর্তী পার্বতীপুর, নবাবগঞ্জ, বিরামপুর, চিরিরবন্দর উপজেলার অধিকাংশ বাসীন্দারা। এছাড়া পৌরশহরের কোল ঘেষে গড়ে উঠেছে সরকারের বৃহত্ত ৩টি প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট কোম্পানী লিমিটেড, বড়পুকুরিয়া কোলমাইন কোম্পানী লিমিটেড ও বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র, এছাড়া উত্তরবঙ্গের স্বনাম ধন্য বিনোদ কেন্দ্র স্বপ্নপুরী দর্শনার্থীরা এই উপজেলা দিয়ে যাতায়াত করে থাকে। এ জন্য সারা বছর জুড়ে ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশনে টিকেট সংকট দেখা দেয়। এই অঞ্চলের অধিবাসীরা ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশনে ট্রেনের টিকেটের বরাদ্দ বৃদ্ধি করার জন্য সংশি­ষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

Spread the love