উপজেলার অবহেলিত জনগণের শিক্ষা,আত্মকর্মস্থান তৈরীর সুযোগ ও নায্য অধিকার প্রতিষ্ঠা করতে আগামীতে আরো বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বোদা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লাইলী বেগম। গত নির্বাচনে উপজেলাবাসী বিপুল ভোটে আমাকে বিজয়ী করেছে, এবারও তারা নির্বাচিত করবেন ইন্শাল্লাহ। মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচনের কলস প্রতীক বরাদ্দ পাওয়ার পরে উপরোক্ত আশাবাদ ব্যক্ত করেন তিনি। তৃনমুল পর্যায় থেকে উঠে আসা এক সাধারণ ঘরের সংগ্রামী নারী লাইলী বেগম বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। লাইলী বেগমের এ সাফল্য সবাইকে হতবাক করে দিয়েছিল। সাধারণ মানুষ তার মনোয়নপত্র কেনা ও প্রচারনার কাজে অংশ গ্রহন করেছিল স্বতস্ফুর্ত ভাবে। তার প্রতিদ্বন্দি ছিলেন এলাকার অনেক হেভিওয়েট প্রার্থী। তার এ বিজয় ছিল এলাকার তৃণমুল নারী সমাজের একটি বড় বিজয়। নবম শ্রেণী পর্যন্ত পড়ুয়া লাইলী বেগম সমাজ সেবা ও নারী সংগঠনের কাজের সাথে দীর্ঘদিন সম্পৃক্ত আছেন। স্বাধীনচেতা নারী নেত্রী লাইলী বেগম সব সময়ই গরীব দুঃখি ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। তিনি ইউনিয়ন সমাজ কল্যান ফেডারেশনের সক্রিয় সদস্য হিসাবে এলাকায় নারী উন্নয়নে ভূমিকা রেখে ব্যাপক পরিচিতি লাভ করেন। পরবর্তীতে সমাজ কল্যান ফেডারেশনের সহ সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি আনছার ভিডিপির শ্রেষ্ঠ দলনেত্রী ছিলেন। ১৯৯৮ইং সালে প্রথম সংরক্ষিত মহিলা আসনে তিনি ইউ.পি সদস্যা নির্বাচিত হন। বোদা সদর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম ডকসাপাড়ার এক সাধারণ কৃষক পরিবারের মেয়ে লাইলী বেগম দুই দুইবার বিপুল ভোটে বোদা সদর ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্যাও নির্বাচিত হন। এবার পূনঃরায় নির্বাচিত হলে উপজেলাবাসীর শিক্ষা,চিকিৎসাসেবা,যৌতুক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন বন্ধে আরো সক্রিয় ভূমিকা পালন করবেন বলে তিনি সকলের দো’য়া ও সহযোগিতা চান।