
কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার \ গতকাল শনিবার ঈদগাহবসি্ত পুলিশ লাইন রোড, দিনাজপুর অনন্যা সংস্থার কার্যালয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনন্যা সংস্থার কার্যনির্বাহী পরিষদের সভাপতি জাহানা হকের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি বিলকিস আরা বেগম। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন কার্যনির্বাহী পরিষদের সদস্য সচিব ও অনন্যা সংস্থার নির্বাহী পরিচালক কানিজ ফাতেমা বেগম। আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন সংস্থার কোষাধ্যক্ষ তাইয়েবা আফ্রিন। প্রতিবেদন দুটির উপর আলোচনা করেন নুরম্নজ্জামান, তাজুল ইসলাম, আসাদুজ্জামান, শাহানা ইসলাম, হুমায়ুন কবীর। মুক্ত আলোচনা শেষে সদস্যরা সর্বসম্মতিক্রমে প্রতিবেদন দু’টির অনুমোদন দেয়। সংস্থার সভানেত্রী জাহানা হক, সদস্য সচিব কানিজ ফাতেমা বেগম উদ্বোধন পর্বে বক্তব্য রাখতে গিয়ে বলেন সংস্থাকে গতিশীল করতে সদস্যদের আরও আমত্মরিক হতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, প্রবীনদের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, দুর্নীতি বিরোধী কার্যক্রম, তামাক ও মাদকবিরোধী কার্যক্রম প্রতিবন্ধীদের উন্নয়নসহ সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের স্বার্থে অনন্যা সংস্থা দিনাজপুর জেলায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।