বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

অনন্যা সংস্থা কর্তৃক প্রতিবন্ধীদের মাঝে সেমাই চিনি বিতরণ

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ।।  বৃহস্পতিবার ঈদগাহ বস্তী পুলিশ লাইন সংস্থার কার্যালয় অনন্যা সংস্থা দিনাজপুর আয়োজিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে সেমাই চিনি বিতরণ করা হয়।

সংস্থার সভানেত্রী জাহানারা বেগম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অনন্যা সংস্থার নির্বাহী পরিচালক কানিজ ফাতেমা বেগম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আহামেদুজ্জামান ডাবলু, উপদেষ্টা ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, কোষাধ্যক্ষ তৈয়বা আফরিন, নির্বাহী সদস্য হুমায়ুন কবীর, তাজুল ইসলাম ও পরিমল চন্দ্র দাস। অনন্যা সংস্থার সদস্যদের নিজস্ব অর্থায়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় অসহায় দুঃস্থ ও প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে চিনি, সেমাই বিতরণ করতে গিয়ে সংস্থার উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী বলেন প্রতিবন্ধী জনগোষ্ঠী আমাদের দেশের নাগরিক। তাদের বোঝা না মনে করে আমাদের উন্নয়নের অংশিদার হিসেবে তাদেরকেও মানব সম্পদে পরিণত করতে হবে। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ আমাদের মত তারাও যেন ভোগ করতে পারে তার জন্য সংস্থার পক্ষ থেকে এই সামান্য বিতরণ।

Spread the love