আব্দুর রাজ্জাকঃ
অনুমোদন ছাড়াই দিনাজপুর পৌরসভায় প্লান পাশ করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দিনাজপুর পৌরসভার সাবেক সহকারী প্রকৌশলী মতিউর রহমান মতি কোন মাসিক সভায় অনুমোদন ছাড়াই একটি বাড়ির প্লান পাশ করেছেন। প্লান নাম হচ্ছে সেলিম রেজা ও রাশিদুল ইসলাম। উভয়েই শহরের বালুবাড়িস্থ মৃত আসাদুজ্জামান’র পুত্র। পৌরসভা সূত্রে জানা যায়, উক্ত প্লান’র নামে পৌরসভায় কোন কাগজ দাখিল না হলেও পাশ দেখানো হয়েছে গত ০২/০৭/১৩ ইং তারিখে। এছাড়াও উক্ত তারিখের মাসিক সভায় রেজুলেশনে প্লানের নামও উল্লেখ নেই বলে জানা গেছে। ইঞ্জিনিয়ার মতিউর রহমান তৎকালীন নির্বাহী প্রকৌশলীকে বাদ দিয়ে নিজেই স্বাক্ষর করে প্লানটি ছাড়পত্র দেন। উপরোক্ত বিষয়ে সংশ্লিষ্ট কাউন্সিলর চার বার প্লানটি বাতিলের আবেদন করলেও মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম সঠিক পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এছাড়াও গত ৩/১১/১৪ইং তারিখের মাসিক সভায় প্লানটি ছাড় দেয়া নিয়ে হট্টগোল হলে মেয়র কোন রকম ব্যবস্থার আশ্বাস দিয়ে অবস্থার শীতল করেন বলে জানা গেছে। উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মতিউর রহমান মতি ইতিপূর্বেও পৌরসভার নিজস্ব জায়গার উপর প্লান পাশ করেছেন বলে অভিযোগ হয়েছে।