
আজ রবিবার ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার গতিবেগ নিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশের কৈলাশগিরি পার্ক ও তৎসংলগ্ন এলাকায় আঘাত হেনেছে। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার কিছু পর রাজ্যের রাজধানী বিশাখাপত্তমের বন্দরের পাহাড়ি পার্কটিতে আঘাত হানে হুদহুদ। আর এতেই ২ জনের প্রাণহানি ঘটেছে। ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বিপর্যয়ে বিশাখাপত্তম ও শ্রীকাকুলাম জেলায় ২জনের প্রাণহানির খবর পাওয়া গেছে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন। এর আগে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার পর রাজ্যের রাজধানী বিশাখাপত্তম বন্দরের পাহাড়ি পার্কটিতে হুদহুদ আঘাত হানে বলে জানায় ভারতীয় আবহাওয়া অধিদফতর। ইতোমধ্যে হুদহুদের প্রভাবে সৃষ্ট ভারি বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলাগুলোতে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় আবহাওয়া অধিদফতর জানায়, হুদহুদের প্রভাবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, বিজয়নগরম ও শ্রীকাকুলাম জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এমনকি ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাস এবং তৎপূর্ববর্তী ভারি বর্ষণের কারণে রাজ্যটিতে দুপুরের আগে ব্যাপক ভূমিধসের শঙ্কাও করছেন আবহাওয়াবিদরা। এছাড়া, ভারি বৃষ্টিপাতে প্লাবনের আশঙ্কা করা হচ্ছে এর আশপাশের জেলাগুলোতেও। এরই মধ্যে উপকূলের প্রায় ৪ লাখ মানুষকে নিরাপদ আশ্রেয় সরিয়ে নিয়েছে ভারত সরকার। পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে সেনা, নৌ ও কোস্ট গার্ডের প্রায় ২ লাখ সদস্য। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে জলোচ্ছাসের পাশাপাশি ভূমিধসের আশংকাও রয়েছে। উদ্ধার তৎপরতা আরো জোরদার করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।