
অন্ধ ২চোখে আলোর স্বপ্ন নিয়ে আরও একধাপ সামনে এগিয়ে যাওয়ার সংগ্রামী মুখ মোঃ হাফিজুল ইসলাম। সে শিক্ষায় আলোয় নিজেকে আলোকিত করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দৃষ্টি প্রতিবন্ধী হাফিজুল চলতি জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সে পঞ্চগড় জেলা সদরের কমলাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের আওতায় জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। হাফিজুলের বাড়ি লালমনিরহাট জেলা সদরের মোকলহাট ইটাপোতা গ্রামে। সে ওই গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। গত মার্চে তার বাবা মারা গেছেন। তারপরও থেমে থাকেনি হাফিজুল। লেখাপড়া শেখার প্রবল ইচ্ছার কারণেই পঞ্চগড় কমলাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমে ৭ ম শ্রেণিতে ভর্তি হয়। এবার সে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। শুক্রবার পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে সরেজমিনে দেখা যায়, হাফিজুল একজন শ্রুতি লেখকের সাহায্যে পরীক্ষা দিচ্ছে। সময় বেশি নেই, তাই সবকটা প্রশ্নের উত্তর দিতে মরিয়া হাফিজুল। বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ ম শ্রেণির ছাত্র খালেদ মাহমুদ মিঠুন শ্রুতি লেখক হিসেবে দায়িত্ব পালন করছেন। সে তাকে লেখায় সাহায্য করে চলেছে। পরীক্ষা শেষে হাফিজুল জানায়, ৩ ভাই বোনের মধ্যে সে সবার বড়। বাবা মারা যাওয়ার পর সংসারের সমস্ত ভার তার মা ফিরোজা বেগমকে নিতে হয়েছে। ছোট ভাই প্রথম ও বোনটি তৃতীয় শ্রেণিতে অধ্যায়ন করছে। সরকারি সুবিধা পাওয়ার কারণেই সে লেখাপড়া করার সুযোগ পেয়েছে।
সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের সহকারী শিক্ষক মোঃ শাহজালাল জানান, সে অত্যন্ত মেধাবী। সে লালমনিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাফল্যের সাথে প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এর আগে সে পবিত্র কোরআনা সম্পূর্ণ মুখস্থ করে হাফেজি পাশ করেছে। পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবধন বর্ম্মন বলেন, আমরা প্রতিবন্ধীদের গুরুত্বের সাথে দেখি। তারা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কোন প্রতিবন্ধকতাই আটকাতে পারেনি দৃষ্টি প্রতিবন্ধী হাফিজুলকে। হাফিজুলের স্বপ্ন বড় হয়ে মানুষ গড়ার কারিগড় শিক্ষকতার মহান পেশায় নিজেকে নিয়োজিত করা। শিক্ষায় আলো মানুষের মাঝে পৌছে দেয়ার স্বপ্নে সে দৃঢ়। তাই আজও এগিয়ে চলেছে।