
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ খন্দকার বলেছেন, ‘খালেদা জিয়া গতকাল শুধু আদালতে আত্মসমর্পণ করেননি, বরং এর মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষ ও শেখ হাসিনার কাছে তার অপকর্মের জন্য আত্মসমর্পণ করেছেন।
সোমবার জাতীয় প্রেসক্লাবের হল রুমে আওয়ামী সাংস্কৃতিক পরিষদ আয়োজিত ‘চলমান রাজনীতি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিহার’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ‘আমি আশা করছি যে, এই আত্মসমর্পণের মধ্য দিয়ে খালেদা জিয়া ধ্বংসের রাজনীতি ছেড়ে শান্তির পথে আসবেন এবং বাংলাদেশ থেকে হত্যা ও সন্ত্রাসের রাজনীতি চিরতরে বন্ধ হবে।’
তিনি বলেন, ‘গত তিন মাসের আন্দোলনে বিএনপি নেত্রী খালেদা জিয়া দুটি জিনিস অর্জন করেছেন। তা হলো ১৫০ মানুষের লাশ আর জঙ্গি নেত্রীর মর্যাদা।’
আওয়ামী সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক সামিল সরকার সবুজের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপকমিটির সহসম্পদক অরুণ সরকার রানা, বলরাম পোদ্দার প্রমুখ।