পুলিশি বেষ্টনিতে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গুলশানের বাসায় যান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন।
বিএনপির চেয়ারপারসন কয়েক দফা চেষ্টা করে বাইরে বের হতে না পেরে বাসার প্রধান ফটকের ভেতরেই অবস্থান করছেন। ইতোমধ্যে রবার্ট গিভসনের বৈঠকে উপস্থিত থাকার জন্য গুলশানের বাসায় প্রবেশ করেছেন উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান। এর পরপরই আসেন ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী।
প্রসঙ্গত, অপর ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান দুপুরে দুই সাবেক ও বর্তমান সংসদ সদস্যকে নিয়ে প্রবেশ করতে চাইলে প্রথমে পুলিশ বাধা দিয়ে তাদের আটক করে এবং পরে ছেড়ে দেয়।তবে খালেদা জিয়ার বাসা থেকে বেড়িয়ে যাবার সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।