শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

অবরোধে নাশকতার আশংকায় ডেমু ট্রেন চলাচল বন্ধ

দিনাজপুর প্রতিনিধিঃ অবরোধে নাশকতার আশংকায় রেলওয়ে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলে চলাচলকারী ১৬ সেট ডেমু ট্রেনেরই মঙ্গলবার থেকে চলাচল বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। এরমধ্যে পশ্চিমাঞ্চলে দুইসেট এবং পূর্বাঞ্চলে ১৪ সেট রয়েছে।

রেলের পশ্চিমাঞ্চলের লালমনিরহাট রেল বিভাগের রেলওয়ে ম্যানেজার মাহাবুবুল হক বকসী জানান-ডেমু ট্রেনগুলো নতুন ও দামী এবং যন্ত্রাংশ সহজলভ্য না হওয়ায় অবরোধে নাশকতার আশংকায় মঙ্গলবার থেকে সারাদেশে ডেমু ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে নতুন করে হরতাল বা অবরোধের কর্মসূচী না থাকলে আগামী শুক্রবার থেকে যথারীতি ডেমু ট্রেনগুলো যথারীতি চলাচল শুরু করবে।