বুধবার ৪ অক্টোবর ২০২৩ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

অবরোধ বাড়ল শুক্রবার ভোর পর্যন্ত

প্রতিদিন নিউজ ডেক্স: আগামী ১৩ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচী চলবে। সোমবার অজ্ঞাত স্থান থেকে পাঠানো এক ভিডিও বার্তায় দলের যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ কর্মসূচি বাড়ানোর ঘোষণা দেন।

শনিবার থেকে ডাকা ৭২ buss-sm20131209145257ঘণ্টার অবরোধ শেষ না হতেই নতুন করে এ অবরোধের ঘোষণা এলো।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে লাগাতার হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে যাচ্ছে ১৮ দলীয় জোট।

ভিডিও বার্তায় সালাহ উদ্দিন আরও জানান, অবরোধে নিহতদের উদ্দেশে আগামী শুক্রবার দেশব্যাপী গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসের আলোচনা চলবে দেশব্যাপী। ১৫ ডিসেম্বর সারাদেশে বিক্ষোভ এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানের জন্য প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। এরই মধ্যে অবরোধ কর্মসূচি বাড়ালো ১৮ দলীয় জোট।

Spread the love