সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

অবশেষে অব্যাহতি পেলেন লিমন

অবশেষে অভিযোগ থেকে অব্যাহতি পেলেন  কথিত বন্দুকযুদ্ধে পা হারানো ঝালকাঠির তরুণ লিমন হোসেন।

সাড়ে ৩ বছর পর ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আবু শামীম আজাদ আজ বৃহস্পতিবার সরকারি কাজে বাধা দেয়ার মামলা প্রত্যাহারে র‌্যাবের আবেদন মঞ্জুর করে লিমনকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী র‌্যাবের করা অস্ত্র আইনের মামলা থেকেও গত বছর ২৯ জুলাই লিমনকে অব্যাহতি দেয় ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আহত হন লিমন। চিকিৎসকরা লিমনের জীবন বাঁচাতে এক পা কেটে বাদ দেন। এ ঘটনায় র‌্যাব দুইটি মামলা করে। প্রসঙ্গত স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত জানানোর পর সংশ্লিষ্ট আদালতে বিচারক না থাকায় ১ বছরের বেশি সময় লিমনের অব্যাহতির বিষয়টি ঝুলে ছিল।

Spread the love