দিনাজপুর প্রতিনিধিঃ একাধিক মামলার আসামী, ভন্ড প্রতারক কবিরাজ আমিনুল ইসলামকে কোতয়ালী পুলিশ গত শনিবার রাতে গ্রেফতার করেছে। তার গ্রেফতার সংবাদ জানতে পেরে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে।
নারী ব্যবসায়ী, ভূমিদস্যু, জাল দলিল চক্রের মূল হোতা, ভন্ড-প্রতারক কবিরাজ আমিনুল ইসলাম ১নং চেহেলগাজী ইউনিয়নের বড়াইল হঠাৎপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে এসব অপকর্ম চালিয়ে আসছে। এলাকাবাসী জানায় মৃত আক্কাশ আলীর পুত্র আমিনুল ইসলাম কর্নাই সংখ্যালঘু পরিবারের উপরে হামলার এবং অবরোধ চলাকলীন পুলিশের উপর হামলা সহ একাধিক মামলার আসামী ইতিপূর্বে গ্রেফতার হলেও আইনের ফাঁক ফকুরে বেরিয়ে এসে আবারও অপকর্ম চালাতে থাকে। বিয়ে প্রেম ইত্যাদি বিষয় নিয়ে সে বিভিন্ন সময় দোয়া তাবিজ, পানিপোড়া ইত্যাদি ধর্মীয় ব্যাখ্যা প্রদান করে মেয়েদের কাছ থেকে মোটা অংক টাকা হাতিয়ে নিত। পুলিশ তাকে গ্রেফতার করার এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং এলাকায় মিষ্টি বিতরণ করেছে। এলাকাবাসী ভন্ড প্রতারক কবিরাজ আমিনুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে।