
দিনাজপুর প্রতিনিধি : অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হামিদুল হক বলেছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সিনিয়র সিটিজেন শীপ প্রদান করে তাদের মূল্যয়ন করতে হবে। আমাদের প্রজন্মরা যারা বর্তমানে রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে নিয়োজিত রয়েছেন তাদের সাথে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অভিজ্ঞতা বিনিময় করতে পারলে জাতি উপকৃত হবে।
গতকাল বৃহস্পতিবার দিনাজপুর জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত সদস্যদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। সমিতির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ ছফর আলী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দীন খান। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোকাররম হোসেন খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন, আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক। প্রধান অতিথি শিক্ষা, চিকিৎসা, কন্যা বিবাহ ও এককালীন অনুদান হিসেবে ২৮ জন সদস্যদের মাঝে ৭৪ হাজার ৫ শত টাকা বিতরণ করেন।