শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

অবসর প্রাপ্ত সরকারী কর্মচারীদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠান

দিনাজপুর প্রতিনিধি : অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিঞা বলেছেন অবসর প্রাপ্ত সরকারী কর্মচারীদের অভিজ্ঞতা নতুন প্রজন্মরা দেশ গড়ার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখবে। আমরা যদি আমাদের সন্তানদের জন্য কিছু করতে পারি সেটাই হবে আমাদের আর্জন। আমরা সবাই মিলে এই প্রতিষ্ঠান গড়েছি। আমরা প্রতিষ্ঠানের উন্নয়ন চাই। অবসর প্রাপ্ত সরকারী কর্মচারীদের অবদান সারা জীবন জাতী রাষ্ট্র সম্মানের সাথে স্মারণ করবে।

বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর আয়োজিত অনুদান বিতরণ ও অফিস সহকারী মরহুম আলহাজ্ব তমিজ উদ্দিনের মৃত্যুতে আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

সমিতির সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোঃ ছফর আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোকাররম হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন। প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিঞা সদস্যদের মাঝে এককালীন অনুদান ১৩ জনের মধ্যে ২৬ হাজার টাকা বিতরণ করেন। সভা শেষে অফিস সহকারী আলাজ্ব মোঃ তমিজ উদ্দিনের অকাল মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কালেক্টরেট মসজিদের ইমাম মাওঃ মোঃ গোলাম রসুল।

 

Spread the love