সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

অবৈধ পথে সীমান্ত পারাপার ঠেকাতে বিজিবির মাইকিং

হিলি প্রতিনিধি : হিলি সীমান্তে ভারত-বাংলাদেশের মাঝে অবস্থিত বিভিন্ন এলাকা দিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপার ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

জয়পুরহাট-৩ বিজিবি কর্তৃপক্ষের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে হিলি সীমান্তের পুরো এলাকায় এ মাইকিং করা হয়।

মাইকিংয়ে অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম আইনত দণ্ডনীয় অপরাধ, কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করবেন না বলে উল্লেখ করা হয়।

বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কেউ যাতে অবৈধভাবে হিলি সীমান্ত অতিক্রম না করে এ ব্যাপারে সকল জনসাধারণকে সজাগ করার জন্য বিজিবির পক্ষ থেকে এ মাইকিং করানো হয়েছে।

Spread the love