
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল ওয়ামী বলেছেন,‘‘সোহাগপুরের যে অভিযোগে আমার বাবাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তা একেবারেই মিথ্যা ও ভিত্তিহীন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা মোহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে কারাগারে দেখা করে বের হওয়ার পথে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি জানান, বাবা বলেছেন এটা ফরমায়েশি রায়। তার বিরুদ্ধে আনিত অভিযোগ এবং এ রায়ে সত্যের লেশ মাত্র নেই। তার উপর যে জুলুম করা হয়েছে-একদিন বাংলাদেশের মানুষ বুঝতে পারবে। প্রধানমন্ত্রী ও বিচারপতি থেকে শুরু করে এই মিথ্যা রায়ের সাথে যারা জড়িত আছেন তাদের বিচারের ভার তিনি আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন।’’
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার একটু পরেই পরিবারের সদস্যরা কারাগারের সামনে পৌঁছান। পৌনে ৭টার দিকে কামারুজ্জামানের স্ত্রী নুরুন্নাহার বেগম, বড় ছেলে হাসান ইকবাল ওয়ামী, ছেলে হাসান ইমাম, মেয়ে আতিয়া নূর, ভাগ্নি রুখসানা জেবিনসহ পরিবারের ১২ জন সদস্য সাক্ষাৎ করতে যান। তারা প্রায় এক ঘণ্টা কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে আসেন।