অভয়নগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৭ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। যশোর-খুলনা মহাসড়কের রাজঘাটের ঘোড়া বটতলা এলাকার আহাদ সিমেন্ট ফ্যাক্টরির সামনে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন, যশোরের অভয়নগর উপজেলার নাউলি গ্রামের টুটুল(৪২) পিতা-আজাদ মল্লিক ও মন্টু কর্মকার (৪০) পিতা- বলরাম কর্মকার, শুভরাড়া গ্রামের ইকবাল হোসেন(৫৫) পিতা-মৃত করিম মোল্যা, খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রামের বাশার(৩৫) পিতা- মোহাম্মাদ আলী, গোপাল বালা (৬৫) পিতা- চৈতন্য বালা, আলকার ফারুক হোসেন(৪০) পিতা- মৃত মোশারেফ হোসেন ও পরিতোষ সাহা (৬০) পিতা- পুলিন সাহা।
আহতরা হলেন নওয়াপাড়ার বুইকারা এলাকার মনিরুল ইসলাম(৩০) পিতা- আ: রহমান এবং ওসমান বিশ্বাসের ছেলে ফোরকান(৪০) আহতদেও মধ্যে মনিরুলকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে এবং আশংকাজনক অবস্থায় ফোরকানকে খুমেক এ ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনাগামী পাট বোঝায় ট্রাক (নম্বর: খুলনা মেট্রো-ট-১১-০১০১) ফুলতলা থেকে নওয়াপাড়াগামী হামজা এন্টারপ্রাইজের থ্রি হুইলারকে চাপা দিলে ঘটনাস্থলেই থ্রি হুইলারের ১২ জন যাত্রীর ৭ জনেরই মর্মান্তিক মৃত্যু ঘটে। খবর পেয়ে এলাকাবাসী এবং ফায়ার সার্ভিসের গাড়ি যেয়ে মৃতদেহগুলোকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অভয়নগর থানায় নিয়ে আসে। ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা খবির আহমেদ জানান, ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।