শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

অর্থনৈতিক উন্নতি হবার কারণে দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ হচ্ছে—এমপি খালিদ

দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, অর্থনৈতিক উন্নতি হয়েছে বলেই সব চক্রান্ত কাটিয়ে দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ হচ্ছে। দেশের প্রবৃদ্ধিসহ মানুষের অনেকাংশে মাথাপিছু আয় বেড়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের যুব ও সমবায় সংগঠন গুলিকে টিকিয়ে রাখতে হবে। সমবায় বা যুব আন্দোলনটি একদিনের নয়। বঙ্গবন্ধু সব সময় সমবায় আন্দোলন গুলিকে জোর দিয়ে টিকিয়ে রাখতেন। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনকসহ স্বপরিবারে হত্যার মধ্যে দিয়ে যুব আন্দোলন গুলি মুখ থুবড়ে পড়েছিল। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর যুব ও সমবায় সংগঠন গুলির জন্য বিভিন্ন বাসত্মবমুখী পদক্ষেপ গ্রহন করে। ফলে বেকারত্ব্য প্রতিনিয়ত কমছে। তাই বেকার সমস্যা দুরী করণেন জন্য প্রতিটি জনপ্রতিনিধিকে এগিয়ে এসে এই যুব সংগঠন গুলিকে টিকেয়ে রাখতে হবে। গতকাল শনিবার সকালে বিরল উপজেলা মিলানায়তনে যুব ও সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুলস্নাহ আল খাইরুমের সভাপতিত্বে ও বিভিএস-এর সভাপতি শফিকুল আজাদ মনির সঞ্চালোনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আ,ন,ম বজলুর রশিদ কালু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক খোকন ও সমবায় কর্মকর্তা আব্দুস সবুর। এছাড়াও উপজেলার সমবায়ী সংগঠনের মধ্যে থেকে শিক্ষক-কর্মচারী ক্রেডিড ইউনিয়নের সভাপতি লুৎফর রহমান চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠানের আগে প্রধান অতিথি যুব ও সমবায়ের যৌথ পতাকা উত্তলোন শেষে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালীতে অংশ গ্রহন করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে এমপি খালিদ মাহমুদ চৌধুরী সকাল সাড়ে ১১ টার দিকে বোচাগঞ্জ উপজেলা অডিটরিয়ামে একই রকম অনুষ্ঠানে যোগদান করে উপজেলা চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী ঈগলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রৌফ মন্ডল।

 

Spread the love