
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, অঞ্চলের লাখ লাখ দরিদ্র এবং প্রান্তিক ও জাতিগত গোষ্ঠীর মানুষের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য সুযোগ সৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার অর্থনৈতিক করিডোর (বিসিআইএম-ইসি) খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সাম্প্রতিক সময় আমরা বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারকে এক সঙ্গে কাজ করতে দেখেছি। আজ শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে এপেক সিইও শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে কানেকটিভিটি পার্টনারশিপ শক্তিশালীকরণ সম্পর্কিত এক আলোচনা অনুষ্ঠানে ভাষণ প্রদানকালে তিনি এসব কথা বলেন। বেইজিংয়ের ফাং হুয়া হলে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগতিক দেশ চীনসহ পাকিস্তান, মিয়ানমার, কম্বোডিয়া, মঙ্গোলিয়া, লাওস’র রাষ্ট্র ও সরকার প্রধানগণ এবং জাতিসংঘ ইসকাপ প্রধান অংশ নেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, চীনের জন্য বিসিআইএম-ইসি প্রাচীন দক্ষিণাঞ্চলীয় সিল্ক রোড পুনরায় চালু করার ক্ষেত্রে সহায়ক হবে এবং অন্যান্য দেশগুলোর জন্য বিসিআইএম-ইসি সংযোগ অর্থনৈতিক অগ্রগতির সুযোগ সৃষ্টি হবে, টেকসই উন্নয়নের দ্বার উন্মোচিত হবে এবং জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।
অপরদিকে সরাসরি ভৌগলিক ও কমিউনিটি যোগাযোগ স্থাপন হবে। এতে এ অঞ্চলের লাখ লাখ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী ও জাতিগত জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির সুযোগ সৃষ্টি হবে। রাষ্ট্রপতি বলেন, বিসিআইএম’র মধ্যে সাবরিজিওনাল অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে অঞ্চলে উল্লেখযোগ্য অগ্রগতির ক্ষেত্রে এটি হবে একটি উদ্যোগ।