
এশিয়া-ইউরোপ যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা উন্নয়নে ২ মহাদেশের নেতৃবৃন্দের অঙ্গীকারের মধ্য দিয়ে শুক্রবার ইটালির মিলান নগরীতে দু’দিনব্যাপী ১০ম আসেম শীর্ষ সম্মেলন শেষ হয়েছে।
এ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, চীনের প্রধানমন্ত্রী লী কে কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক হিউন, জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল, ইটালির প্রধানমন্ত্রী ম্যাট্টেরো রেঞ্জি, গ্রীক প্রধানমন্ত্রী এন্টিনিয়াস সি সামারাস, সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফেন লবভেন, ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট ও রাশিয়ার পেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহসহ ৫০ জনেরও বেশি বিশ্ব নেতা এ শীর্ষ সম্মেলনে অংশ নেন।
শীর্ষ সম্মেলনের চেয়ারপার্সন ও ইউরোপীয় কাউন্সিলের সভাপতি হারমান ভান রমপুই দশম শীর্ষ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন। ২০১৬ সালে ফোরামের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মঙ্গোলিয়ায় একাদশ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। শীর্ষ সম্মেলনে কাজাখস্তান ও ক্রোশিয়াকে সদস্যপদ প্রদান করা হয়। এ নিয়ে এ আসেমের সদস্য সংখ্যা দাঁড়ালো ৫৩। ২ বছর অন্তর এ সম্মেলন অনুষ্ঠিত হয়।