বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

অর্থ সংকটের কারনে সেতাবগঞ্জ চিনিকল আগামী মৌসুমে চিনি উৎপাদন বন্ধ থাকার সম্ভবনা

Sugarমো: সিদ্দিক হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চিনিকলে চলতি মৌসুমসহ গত কয়েক মৌসুমের চিনি বিক্রি করতে না পারায় চরম অর্থ সংকটে পড়েছে উক্ত প্রতিষ্ঠানটি। অবিক্রিত চিনির পরিমান বৃদ্ধি পাওয়ায় গোডাউন ঘরে রাখার জায়গার সংকট দেখা দিয়েছে। চলতি মৌসুমে উৎপাদিত চিনি রাখার জায়গা না থাকায় মিলের পরিত্যাক্ত ও অস্বাস্থ্যকর জায়গা গুলোতে কোন মতে গোডাউন ঘর তৈরি করে চিনি রাখা হয়েছে। পরিত্যাক্ত স্থানে চিনি গুলো বেশী দিন থাকলে খুব দ্রুত নষ্ট হয়ে যাবে কোটি কোটি টাকার চিনি। তবে মিল কর্তৃপক্ষ বলছে চিনিকলের এ অবস্থার জন্য বেসরকারি চিনিকল গুলোকেই দায়ী করছেন। আখ চাষীদের বকেয়া পরিশোধ করতে না পারলে আগামী মৌসুমে এই চিনি কলটি বন্ধ থাকার সম্ভবনা রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

সরেজমিনে দেখা যায়, সেতাবগঞ্জ চিনি কলে চলতি মৌসুমসহ গত কয়েক মৌসুমের প্রায় ৪৭ কোটি টাকার চিনি অবিক্রিত অবস্থায় পরে আছে। গোডাউন ঘর গুলোর ধারন ক্ষমতার বাহিরে চিনির পরিমান হওয়ায় তরিঘড়ি করে মিলের পরিত্যাক্ত জায়গায় গোডাউন ঘর তৈরি করে চিনি রাখা হয়েছে। যেখানে চিনি বেশীদিন রাখলে নষ্ট হয়ে যাবে।

কোটি কোটি টাকার চিনি বিক্রি না হওয়ায় প্রতিষ্ঠানটি পড়েছে চরম অর্থ সংকটে। অর্থ সংকটের কারনে আখ চাষীদের বকেয়া টাকা পরিশোধ করতে পারছেনা কর্তৃপক্ষ। প্রতিনিয়তই মিলে ধরনা দিচ্ছে আখ চাষীরা। তারপরও মিলছে না বকেয়া টাকা। মিলের প্রায় সাড়ে ১২শ ও মিল দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান গুলোতে রয়েছে প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারি বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়েছে। এরই মধ্যে চলতি মৌসুমে মিলের ১৫ জন শ্রমিক চাকুরীর বয়স সীমা পূর্ণ হওয়ার কারনে অবসরে গেছেন। তাদেরও বকেয়া বিল পরিশোধ করতে পারছেনা মিল কর্তৃপক্ষ। এসকল বেতন-ভাতা বঞ্চিতরা খেয়ে না খেয়ে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করছে। গত কয়েক মাস আগে সিলেট জেলার নিবাসী সেতাবগঞ্জ চিনি কল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা উষা রানী রায় ঠিক মতো বেতন না পাওয়ার কারনে চাকুরী ছেড়ে চলে যায়।

এঅবস্থার কারন জানতে চেয়ে সেতাবগঞ্জ চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদুলস্নাহ জানান, আমাদের চিনি বেসরকারি চিনির তুলনায় গুনে ও মানে অনেক উন্নত। গত দুই মাস আগে ৫২ টাকা দরে যে চিনি বিক্রয় দর ছিলো সে চিনি বিক্রি না হওয়ার কারনে বর্তমানে ১০ টাকা প্রতি কেজিতে কমিয়ে ৪২ টাকার নতুন মূল্য নির্ধারন করা হয়েছে। আমরা মূল্য কমানোর সাথে সাথে বেসরকারি চিনি কলের মালিকেরা তাদের চিনি ৪০ টাকা দরে কেজিতে বিক্রি করছে। আর একারনেই আমাদের চিনিটা বাজারে বিক্রি করতে অসুবিধা হচ্ছে। সাধারন ক্রেতারা গুনগত মান বিবেচনা করছেনা মূল্যটাকেই প্রাধন্য দিচ্ছে।

পরিত্যাক্ত জায়গায় চিনি রাখার জন্য প্রশ্ন করা হলে তিনি আরো বলেন, চিনি রাখার জায়গা সংকটের কারনেই এভাবে রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে চিনি বিক্রি শুরু হলে খুব দ্রুত তা সড়িয়ে ফেলা হবে।

অন্যদিকে এব্যাপারে দিনাজপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মাহাতাব উদ্দিনের সাথে আমাদের দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ সিদ্দিক হোসেন কথা  বললে তিনি এব্যাপারে মন্তব্য করে বলেন, খুব দ্রম্নত সেতাবগঞ্জ চিনি কলের অবিক্রিত চিনি বিক্রির পদক্ষেপ ও বেসরকারি চিনি কল গুলোর চিনি যাচাই করা অতি প্রয়োজন। আখ চাষীদের বকেয়া পরিশোধ না করলে চাষীরা আখ না চাষ করে অন্য কিছুতে ঝোকার সম্ভবনা রয়েছে। আর এজন্যই আগামী মৌসুমে সেতাবগঞ্জ চিনিকল আখ সংকটে বন্ধ থাকতে পারে বলে মন্তব্য করেছে।