
জিন্নাত হোসেন, দিনাজপুর অফিস : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, দিনাজপুররের জনসমুদ্র প্রমাণ করেছে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে চায়। মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অঙ্গীকারাবদ্ধ। বর্তমান সরকারও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে বদ্ধ পরিকর। আমাদের এই সাম্প্রদায়ীক সম্প্রীতি কোন দিনেও যাতে নষ্ট না হয় সে দিকে সকলেরই খেয়াল রাখা উচিত। এতে তারা মুক্তিযুদ্ধের চেতনা ও সম্প্রীতি রক্ষা পাবে। যাতে আর কোনদিন অশুভ শক্তি আমাদের সম্প্রীতির উপর আঘাত করতে না পারে যে ব্যাপারে আমাদের সকলকেই সজাগ দৃষ্টি রাখতে হবে।
৪ অক্টোবর শনিবার দিনাজপুর শহরের গণেতলাস্থ মডার্ণ মোড়ের বিজয়ার মঞ্চ থেকে পুনর্ভবা নদীর সাদুরঘাটে প্রতিমা বিষর্জনের পথে শারদীয় শুভ বিজয়ার শুভেচ্ছা বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কান্ত লাল সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা রাখেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী ও পুলিশ সুপার মোঃ রুহুল আমিন। অন্যান্যদের মাধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ খালেকুজ্জামান, দিনাজপুর সার্বজনীন দূর্গাপূজা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, পরমানবিক চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডাঃ বি কে বোস, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা শাহ ইয়াজদান মার্শাল, দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, দিনাজপুর শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা। এছাড়াও দিনাজপুর শহরের সকল পূজা মন্ডপের পক্ষ থেকে পূজা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
বার্তা প্রেরক
জিন্নাত হোসেন
দিনাজপুর।