
বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঘোষণা করেছেন, অসহায় ও দরিদ্রদের সহযোগিতা করবে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
সোমবার রাজধানীর লেডিস ক্লাবে ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, শুরু থেকেই জিয়াউর রহমান ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে থেকে নানা কর্মসূচি পালন করেছে। ভবিষ্যতেও এ চেষ্টা অব্যাহত থাকবে। বিশেষ করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা হাত-পা হারিয়েছেন তাদের হাত-পা লাগিয়ে দেয়ার ব্যাপারে সহযোগিতা করা হবে। এছাড়া নানামুখী জনকল্যাণ ধর্মীখাতে অগ্রণী ভূমিকা রাখবে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
জিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ব্রি জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইউছুফ, আব্দুল্লাহ আল মামুন, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, আহমেদ আযম খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, এম এ মান্নান, আব্দুল হালিম, ঢাকা বিশ্বাবিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি আ ফ ম ইউসুফ হায়দার প্রমুখ।