সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

অসহায় দরিদ্র মানুষের সেবায় লায়ন্স ক্লাব সবসময় এগিয়ে থাকবে-মোঃ ফরিদুল ইসলাম

কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার ।। গতকাল সোমবার লায়ন্স ক্লাব অব দিনাজপুর আয়োজিত লায়ন সেবা মাস ২০১৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটির নেতৃত্ব দেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম এমজেএফ, ক্লাব সেক্রেটারী লায়ন আর এইচ ফারম্নক শামীম। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ী বাসস্ট্যান্ডস্থ লায়ন্স ভবনে গিয়ে সমাপ্ত হয়। র‌্যালীতে উপস্থিত ছিলেন লায়ন আলহাজ্ব জিএবী সিদ্দিক চৌধুরী, লায়ন লুৎফর রহমান মিন্টু, লায়ন সেবা মাস-২০১৫ উদ্যাপন উপলক্ষে উপকমিটির আহবায়ক লায়ন সাইদুর রহমান, লায়ন আলহাজ্ব মোকাররম হোসেন খান, লায়ন জামিল আহমেদ ভোলা, লায়ন প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন, লায়ন মোঃ সাহেদ রিয়াজ পিম, লায়ন সৈয়দ মিজানুর রহমান মুন্না ও লায়ন শাহানা ইসলাম। প্রতি বছরের ন্যায় লায়ন্স ক্লাব অব দিনাজপুর এবারও সপ্তাহব্যাপী লায়ন সেবা মাস ২০১৫ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উদ্যাপন করার ব্যাপক প্রস্ত্ততি গ্রহণ করেছে। র‌্যালীর উদ্বোধন করতে গিয়ে ক্লাব প্রেসিডেন্ট ও উপজেলা চেয়ারম্যান লায়ন আলহাজ্ব ফরিদুল ইসলাম বলেন অসহায় দরিদ্র মানুষের সেবায় লায়ন্স ক্লাব সবসময় এগিয়ে থাকবে। আত্ম মানবতার কল্যাণে লায়নরা দিনাজপুর জেলায় কাজ করে যাচ্ছে। র‌্যালীতে লায়ন্স ক্লাব অব দিনাজপুর পরিচালিত শিশু নিকেতনের ছাত্রীরা, শিক্ষিকা ও সদস্যরা অংশগ্রহন করে।