
কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার : গতকাল ঐহিাসিক ৭ই মার্চ দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের উদ্যোগে অসাম্প্রদায়িক চেতনা ও জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে ইনস্টিটিউট প্রাঙ্গন হতে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বিশাল র্যালী বের করে। জেলা প্রশাসন চত্বরে নির্মিত হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে গিয়ে শেষ হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুররহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। এসময় উপস্থিত ছিলেন সাবেক দি.প.ই ছাত্র নেতা, জেলা ছাত্রলীগের অন্যতম সদস্য মোঃ কামরুজ্জামান কমল। দি.প.ই শাখা ছাত্রলীগের ছাত্রনেতা রাকিব, টিউন, রাসেল, মেরাজুল, মিজান, শামীম, আশিকসহ সাধারণ শিক্ষার্থীবৃন্ধ।