দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি দিনাজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে খগেন্দ্রনাথ শীল সভাপতি ও ইয়াকুব আলী ফকির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
২৬ জুন বৃহস্পতিবার কাচারীস্থ আইনজীবী সহকারি সমিতি কার্যালয়ে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে ১৮৮ ভোট পেয়ে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছে খগেন্দ্রনাথ শীল। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. আনোয়ার হোসেন সরকার পেয়েছেন ১০৮ ভোট। সহ সভাপতি পদে মো. মজিবর রহমান সরকার ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. ইসমাইল হোসেন ১০৫ ও মো. আবুল কাশেম ৬১ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ১৯৮ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন মো. ইয়াকুব আলী ফকির। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. সাইফুল ইসলাম পেয়েছেন ৯১ ভোট। সহ সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক (রিপন) ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. বেলাল হোসাইন পেয়েছেন ১১৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল হালিম। তার নিকটতম প্রতিদ্বন্ধী আরমান হোসেন ১০২ ও মোছা. নাসিমা খাতুন পেয়েছেন ৬৪ ভোট। প্রচার সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন (২) ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. জাফর আলী পেয়েছেন ১৪০ ভোট। দপ্তর সম্পাদক পদে মো. আলী মোর্তুজা মোহববত চৌধুরী ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. ফায়জুল ইসলাম (রতন) ১২৪ ভোট পেয়েছেন। সদস্য পদে মো. নাছির উদ্দিন মন্ডল ১৬৬ ভোট, মো. ওবায়দুর রহমান ১৬৬ ভোট, শ্রী মহাদেব চন্দ্র রায় ১৫০ ভোট ও মো. সাজ্জাদ হোসেন ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্ধী মো. আব্দুর রহিম (বিপব) ১১২ ভোট, মোছা. শাহনাজ বেগম ১০৪ ভোট ও মো. শাহিনুর ইসলাম ৬৪ ভোট পেয়েছেন। নির্বাচনে ৩০৯জন সদস্যের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৩০১ জন এবং ১১টি পদে ২৩জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।