বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলায় বিশেষ অবদান রাখায় রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে দিনাজপুর প্রথম

দিনাজপুর প্রতিনিধি : রংপুর বিভাগে ৮ জেলার মধ্যে আইনশৃঙ্খলার দায়িত্বে বিশেষ অবদান রাখায় দিনাজপুর জেলাকে প্রথম ঘোষণা করেছে পুলিশের রংপুর বিভাগীয় রেঞ্জের ডিআইজি। এছাড়া রংপুর বিভাগ রেঞ্জের সকল সার্কেলের মধ্যে দিনাজপুর সদর সার্কেলকে প্রথম ঘোষনা করা হয়েছে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এক প্রেস বিজ্ঞপ্তি মারফৎ জানান, পুলিশের রংপুর রেঞ্জের ৮ জেলার মধ্যে অস্ত্র ও মাদক উদ্ধার, চোরাচালান বন্ধ, বিভিন্ন অপরাধে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা, আদালত কর্তৃক ওয়ারেন্টের আসামী গ্রেফতারসহ আইনশৃঙ্খলার দায়িত্ব সঠিকভাবে পালন করায় দিনাজপুর জেলাকে ১০ জুন মঙ্গলবার প্রথম ঘোষনা করেছে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবীর। আর এই জেলার সার্কেল কর্মকর্তাদের মধ্যে দিনাজপুর পুলিশের সদর সার্কেল প্রথম স্থান পেয়েছে।