যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলকে জাপা নেতাকর্মীদের বাধার মুখে আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে পারেনি। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের বারিধারাস্থ প্রেসিডেন্ট পার্ক বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল বারিধারায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের বাসভবনে থেকে বের হচ্ছিলেন। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে একটি গাড়িতে ওঠানোর চেষ্টা করে। তখন জাতীয় পার্টির নেতাকর্মীরা আইন-শৃঙ্খলা বাহিনীকে বাধা দেয় এবং বাবুলকে এরশাদের বাসভবনের ভেতরে নিয়ে যায়। এসময় সেখানে ব্যাপক হৈচৈ সৃষ্টি হয়।
জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুরের পর বাবুল এরশাদের বারিধারাস্থ প্রেসিডেন্ট পার্ক বাসভবনে যান। তার স্ত্রী সালমা ইসলাম নির্বাচনকালীন মন্ত্রিসভার প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। আজ বিকালে জাপার মন্ত্রিরা এরশাদের কাছে পদত্যাগপত্র জমা দেন। এ বিষয়ে দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের পর পরই বাবুল এরশাদের প্রেসিডেন্ট পার্ক বাসভবন থেকে বের হওয়ার সময় আইন-শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতারের চেষ্টা করে।
এ প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, নুরুল ইসলাম বাবুলকে আটকের চেষ্টার ব্যাপারে তারা সংশ্লিষ্টদের সাথে কথা বলেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে খোঁজ নিয়ে তাদের জানাবে বলেও তিনি জানান। তবে সেখানে দায়িত্বরত র্যাবের ডিএডি মোখলেছুর রহমান এ ঘটনা অস্বীকার করেন।