
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশে শান্তি থাকে। সন্ত্রাস ও জঙ্গীবাদ থাকে না, থাকে উন্নয়ন, শান্তি ও গণতন্ত্র।
তিনি বিএনপি সরকারের সমালোচনা করে বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল এই চট্টগ্রামের একজন মোবাইলের ব্যবসা কুক্ষিগত করে রেখেছিলেন। তিনি ব্যবসাও করতেন আবার মন্ত্রীসভায়ও ছিলেন। মোবাইল ধরলেও ১০ টাকা, করলেও ১০টা। প্রতি কলে ২০ টাকা করে কেটে ফেলত। আমরা সেই মনোপলি ব্যবসা ভেঙ্গে দিয়েছি।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) তত্ত্ববধানে মুরাদপুর-লালখান বাজারে আক্তারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নির্মাণ কাজের উদ্বোধনকালে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুপুরে সোয়া ২টার দিকে চট্টগ্রাম সেনানিবাস থেকে মুরাদপুরে এসে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ হেলিকপ্টার চট্টগ্রাম সেনানিবাসে অবতরণ করে। পরে সেখানে সেনাবাহিনীর ৩৪, ৩৬ এবং ৩৮ ইস্ট বেংগলকে ন্যাশনাল এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
এ সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সিডিএ চেয়ারম্যান আবদুস সালাম, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকালে প্রধানমন্ত্রী চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে যোগ দেন। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে মুরাদপুর যাওয়ার পথে রাস্তার দুধারে উৎফুল্ল জনতা তাকে শুভেচ্ছা জানায়।