মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আওয়ামী লীগ বারবার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ বারবার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে অভিযোগ করেছেন। ‘আওয়ামী লীগ একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময়ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন তাদের কেউ কেউ আত্মসমর্পন করে। অনেকেই ভারতে পালিয়ে যায়।

তিনি সোমবার সকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এই আখ্যা দেন।

আওয়ামী লীগকে জাতীয় বেঈমান আখ্যা দিয়ে তিনি বলেন, ‘পঁচাত্তর সালে তারা গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করেছিল। এখন তারা আবার ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো গণতন্ত্রকে হত্যা করে মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে।’

খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এক এগারোতে মিথ্যা মামলায় সাজা দিয়ে যেভাবে খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র শুরু হয়েছিল এখন সেভাবেই ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু ভুলে যাচ্ছেন কেন? যতবার দেশনেত্রীকে আটকে রেখেছেন, ততবার তিনি আরো বেশি শক্তিশালী হয়েছেন। দেশনেত্রীকে আটকে রেখে গণতন্ত্রের আন্দোলন রুখে দেওয়া সম্ভব নয়। সেই আন্দোলন আরো শক্তিশালী হবে।’

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, সুলতানুল ফেরদৌস নম্র, পয়গাম আলী, ওবায়দুল্লাহ মাসুদ উপস্থিত ছিলেন।

Spread the love