
এবারও আগামীকাল ৫ অক্টোবর রবিবার থেকে আগামী ১৫ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত ১০ দিন দেশের সব নদী ও সাগরে ইলিশ মাছ ধরা, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য অধিদপ্তর। এ সময় নদী ও সমুদ্রে মাছ ধরা বন্ধ রাখবে জেলেরা। মা ইলিশ রক্ষা জন্য এ ইদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। তবে জেলেদের অভিযোগ, এ সুযোগে ভারতীয় জেলেরা বাংলাদেশি জলসীমায় অবাধে মাছ ধরে থাকে। তবে কোষ্টগার্ড বলছে, শুধু নদীতে নয় তারা জোর তৎপর থাকবেন সমুদ্রেও। এদিকে এ সময় বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসানোর পাশাপাশি গভীর সমুদ্রে কোন মাছ ধরার ট্রলারকে ঢুকতে দেয়া হবে না বলে জানান বরগুনার পাথরঘাটার কোষ্টগার্ডের স্টেশন কমান্ডার মো. আরিফ খান।
অবশ্য প্রতি বছরই ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে ১০ দিনের জন্য ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করে সরকার। সে হিসেবে ৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন। তাই মাছ ধরা শেষ করে সমুদ্র থেকে বরগুনাসহ উপকূলীয় জেলেরা আগেভাগেই ফিরতে শুরু করেছেন। তবে তাদের অভিযোগ বাংলাদেশি জেলেরা এ ১০দিন মাছ ধরা বন্ধ রাখলেও ভারতীয় জেলেরা মাছ ঠিকই ধরে।
জেলেরা বলেন, আমরা মাছ ধরা বন্ধ রাখলেও ভারতের জেলেরা কিন্তু মাছ ধরা বন্ধ রাখছে না। এতে করে মাছ বাড়ছে কিভাবে? আর মৎস্য ব্যবসায়ীরা বলেন, সরকারকে বলব, আমরা যেমন মাছ ধরা বন্ধ রাখছি ঠিক তেমনি ভারতীয় জেলেরাও যাতে বাংলাদেশি সীমানায় মাছ ধরতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য।
কোষ্টগার্ডের ওই কর্মকর্তা বলেন, বিভিন্ন চেক পয়েন্টগুলোতে অস্থায়ী চেক পোষ্ট বসানোর পরিকল্পনা আমাদের রয়েছে। সমুদ্রে যাতে কোন ধরণের মাছ ধরার যান ঢুকতে না পারে সে বিষয়ে আমরা সর্বদা সচেষ্ট থাকব। ভারতীয় ট্রলার প্রতিরোধ করে মা ইলিশ রক্ষার্থে সমুদ্রের কচিখালি, কটকাসহ যেসব স্থানে ইলিশ বেশি পাওয়া যায় সেখানে কোষ্টগার্ড ও নৌবাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন জেলেরা। যাতে ভারতীয়রা সমুদ্রে মাছ ধরতে না পারে।