রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

Pm Hজাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগদনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর নিয়েই আজ শুক্রবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবণে করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বলা হয়েছে, জাতিসংঘ অধিবেশনে যোগদানসহ সামগ্রিক বিষয় নিয়েই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ১০ দিনের এ সফরে সাধারণ পরিষদে ভাষণ দেয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম বৈঠক হয় শেখ হাসিনার। এছাড়া বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিচ, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
এর আগে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকাল ৯টায় লন্ডন থেকে সরসারি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সিলেট বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসময় বলেন, ধর্ম নিয়ে আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্যে আমি নিজেও মর্মাহত। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য তাকে শুধু মন্ত্রিসভা থেকে নয়, দল থেকেও অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন কামরান এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লতিফ সিদ্দিকীকে শুধু মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেয়া হবে না, একই সঙ্গে তাকে দলের সকল পদ থেকে বরখাস্ত করা হবে। ধর্ম নিয়ে লতিফ সিদ্দিকীর অবমাননাকর মন্তব্যে প্রধানমন্ত্রী মর্মাহত বলে জানিয়েছেন সিলেট আওয়ামী লীগের নেতারা। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী সিলেটে দলের সাংগঠনিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন। সন্তোষ প্রকাশ করেছেন। একই সাথে ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করার দিকনির্দেশনা দিয়েছেন। ১ ঘণ্টার যাত্রাবিরতি শেষে ১০টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টার দিকে তিনি ঢাকায় পৌঁছান।
প্রসঙ্গত জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগদান করতে গত ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যান। অধিবেশন শেষে সোমবার নিউইয়র্ক থেকে লন্ডনে যান প্রধানমন্ত্রী। ২ দিন লন্ডনের সেন্ট্রাল হোটেল হিল্টন অন পার্ক লেইনে অবস্থান করেন। গতকাল বুধবার লন্ডন সময় বিকেল ৬টা ৫০ মিনিটে বিমানের বিজি-০৬১ ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে লন্ডন হিথরো বিমান বন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

Spread the love