শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

আসেম শীর্ষ সম্মেলনে ইতালি সফর বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকেল সাড়ে ৪টায় তার সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ইতালির বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত দেশটির ব্যবসায়িক প্রাণকেন্দ্র মিলানে ৪ দিনের সফর শেষে গত ১৮ অক্টোবর শনিবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন।
আসেম শীর্ষ সম্মেলনে দেয়া ভাষনে প্রধানমন্ত্রী অর্থনীতি ও যোগাযোগের ক্ষেত্রে এশিয়া ও ইউরোপের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, এশিয়া ও ইউরোপ সম্পর্ককে বাস্তবে রূপ দিতে আরও অনুকূল বাণিজ্য, কারিগরি সহযোগিতা এবং জনগণ পর্যায়ে যোগাযোগ বাড়াতে হবে।
প্রসঙ্গত ২০১২ সালে বাংলাদেশ আসেমের ৫১তম সদস্য পদ লাভ করে। প্রতিষ্ঠার পর থেকেই সদস্য দেশগুলো পারস্পরিক শ্রদ্ধাবোধের চেতনা এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে দুটি অঞ্চলের মধ্যে সম্পর্ক জোদারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আসেম।

Spread the love