বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আগামীকাল বিশ্ব গণমাধ্যম দিবস

W Pressআগামীকাল শনিবার বিশ্ব

গণমাধ্যম দিবস।

এ দিবসে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক

ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক

ইউনিয়ন (ডিইউজে)র নেতৃবৃন্দ দেশের

গণমাধ্যমের বর্তমান ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে

গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের

(একাংশ) সভাপতি শওকত মাহমুদ,

মহাসচিব এমএ আজিজ এবং ঢাকা

সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি

আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক

জাহাঙ্গীর আলম প্রধান এক যুক্ত বিবৃতিতে

দেশের গণমাধ্যমে বিরাজমান পরিস্থিতিতে

গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে

তারা দেশের গণমাধ্যম কর্মীরা বর্তমানে

চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে ঝুঁকিপূর্ণ

পরিবেশে দায়িত্ব পালনের করছেন বলে দাবি

করেন।

স্বাধীন গণমাধ্যমের জন্য যা কখনো কাম্য

হতে পারে না। বিবৃতিতে সাংবাদিক দম্পতি

সাগর-রুনির প্রকৃত খুনীদের গ্রেফতার,

নির্ভীক সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি,

দৈনিক আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক

টিভি ও চ্যানেল ওয়ান অবিলম্বে খুলে দেয়ার

জোর দাবি জানান।